পুলিশের এক ইনচার্জ এর বাসায় চুরি হয়েছে। এতে তিন জনকে আটক করেছে পুলিশ । আটককৃতদের মুক্তির দাবীতে বুধবার (২১শে অক্টোবর) ২০ইং তারিখ। বিকালে নগরীর বিনোদপুরে সড়ক অবরোধ করে তাদের স্বজনরা। এতে যান জটের সৃষ্টি হয়। পরে তারা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা জানান, নগরীর মতিহার থানার মির্জাপুর ফুলিশ ফাাঁড়ির ইনচার্জ এসআই আসলামের বাসায় চুরি হয় কয়েকদিন আগে। এ ঘটনায় বুধবার সকালে স্থানীয় তিন যুবক শান্ত, মনির ও রাজাকে আটক করে পুলিশ। আটককৃতের স্বজনরা বলেন, তারা চুরির সঙ্গে জড়িত নয়। এবিষয়ে মির্জাপুর পুলিশ ফাড়ির সদস্যরা বলেন, আটককৃতদেরকে ছাড়িয়ে নেয়ার শত চেষ্টা করে ব্যর্থ হয়ে বিকেল ৪’০০ টায় দিকে রাবি বিনোদপুর গেট ও আইবিএ’র মাঝে মহাসড়ক অবরোধ করে। এসময় অবরোধকারীরা লাঠিসোটা নিয়ে সড়কে অবস্থান নেয়। এতে কয়েকজন নারী যোগ দেয়। এসময় যানজটের সৃষ্টি হয়। পরে মতিহার জোনের অতিরিক্ত উপ-কমিশনার একরামুল হক গিয়ে সকলকে রাস্তা থেকে সরিয়ে দেন। এবিষয়ে মতিহার থানার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, মির্জাপুর ফাঁড়ির ‘আইসি’ এসআই আসলামের বিরুদ্ধে অভিযোগ তুলে তারা মহাসড়কে অবস্থান নেয়। সংবাদ পেয়ে অতিরিক্ত ফোর্স গিয়ে তাদেরকে সড়িয়ে দিয়েছে।