ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেরার পাইরাডাঙ্গা গ্রামের আমিনুল মন্ডলের ছেলে রোজাউন পারভেজ রাব্বু(২৯) পেশায় ইলেকট্রিক্যাল মিস্ত্রি ।রাব্বু দীর্ঘ দিন ধরে অসুস্থ। তার প্লাস্টিক এনিমিয়া নামক রোগ তার শরীরে বাসা বেধেছে।
চিকিৎসার খরচ জোগাড় করতে গিয়ে
মাঠের যে জমি ছিলো তাও বিক্রয় হয়ে গেছে । শুধু বাকি আছে মাথা গোজার ঠাই টুকু। ডাঃ বলছে রাব্বুর বনমেরু ট্রান্সপ্লান্ট করতে হবে।না হলে বাচার সম্ভাবনা কম। রাব্বুর পৃথিবিতে অন্য পাঁচটা মানুষের মতো বাচতে সমাজের বৃত্তবানদের কাছে সাহায্য ছেয়েছেন।সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ নং ০১৭৩৬৯২৮৮১৬,ইসলামী ব্যাংক ঝিনাইদহ শাখা একান্ট নং ৬৭৯১।