শৈত্যপ্রবাহের কারণে উত্তর- পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন জেলার হাড় কাঁপানো শীত শুরু হয়েছে মাঘের বিদায় বেলায়। জনজীবনের ফের স্থবিরতা নেমে এসেছে। আবহাওয়া অফিস জানিয়েছে শুক্রবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে তেঁতুলিয়ায় ৭.৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এরসঙ্গে ঘন কুয়াশা যোগ হয়ে শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। ঘন কুয়াশায় দেশের বিভিন্ন রুটে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। সড়ক-মহাসড়কে মাঝরাত থেকে সকাল অবধি দৃষ্টিসীমা একেবারেই নিচে নেমে যাচ্ছে। এছাড়া বিমান চলাচলও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বিলম্বে উড্ডয়ন করতে হচ্ছে দেশী এবং আন্তর্জাতিক ফ্লাইটগুলো। আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর বিভাগসহ গোপালগঞ্জ, সীতাকুণ্ড, কুমিল্লা, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। শৈত্যপ্রবাহের কারণে সারাদেশে রাতের তাপমাত্রা আজ আরও ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস কমতে পারে। ফলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।