প্রশ্ন : ঋতুস্রাবের সময় অতিরিক্ত ব্যথায় করণীয় কী?
উত্তর : ডিসমেনোরিয়া খুব প্রচলিত ঋতুস্রাবের সমস্যা। এটি হলো পেটে ব্যথা, খুব অসহ্য ব্যথা। এখানে আমরা খুব সাধারণ ব্যথানাশক ওষুধ দিয়ে দিই। গরম পানির স্যাঁক দিতে বলি। কোনো সমস্যা না থাকলে সাধারণ প্যারাসিটামল খেলেও অনেক সময় সেরে যায়।
এটা ছাড়াও অনেক সময় এসে বলে, অনেক রক্তপাত হচ্ছে। শুরু হলে শেষ হচ্ছে না। রক্তস্বল্পতা চলে আসে। এ ক্ষেত্রে আমরা কিছু হরমোনের চিকিৎসা দিই। তিন মাসের জন্য ওষুধ দিয়ে দিলাম। এতে আস্তে আস্তে চক্রটা নিয়মিত হয়ে যায়। সে সময় প্রজননতন্ত্রের স্বাস্থ্য সুরক্ষা খুব গুরুত্বপূর্ণ।