মৌলভীবাজারের কমলগঞ্জে ১০০ পিস ইয়াবা সহ মুহিবুর রহমান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে পতনঊষার উষাদেবী রেলব্রীজের উপর থেকে তাকে আটক করা হয়। আটক মুহিবুর পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য গ্রামের মুসা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১০টার দিকে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাসের নেতৃত্বে এএসআই আয়েছ মাহমুদ, হামিদুর রহমান, সবুজ মিয়া, আনিসুর রহমান সহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার পতনঊষারের উষাদেবী রেলব্রীজের উপর থেকে ১শ পিস ইয়াবা সহ মুহিবুর রহমানকে আটক করা হয়।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে সোমবার দুপুরে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।