গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা এবং শনাক্তের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২২ জনের মৃত্যু এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪৯ জন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৭৮০৩ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২৩ হাজার ৩০২ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৯১৭ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৭ হাজার ৭১৮ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৭টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ লাখ ৭১ হাজার ৪১৬টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ৬ দশমিক শূন্য ২ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
সোমবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২ জনের মধ্যে ১৫ পুরুষ এবং ৭ নারী। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের বেশি বয়সী ১৫, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। তাদের বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ১৮, চট্টগ্রামে ২, রাজশাহীতে ১ এবং সিলেট বিভাগে ১ জন করে রয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১২৮ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৫৫ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৪০১ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৮৩ হাজার ১৩ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৯৫ হাজার ৬৮ জনকে।
প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন করা হয়েছে ৬৮৯ জনকে। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৭১৭ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৫ লাখ ৫৮ হাজার ৪৪৪ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন করা হয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৮৬২ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৩৯ হাজার ৪১৮ জন।