মতলব হাফিজিয়া মাদরাসার ছাত্র মো: সাকিব বাংলাদেশ কাওমি মাদরাসা শিক্ষা বোর্ড এর অধিন এ বছর অনুষ্ঠিত মারহালা হিফযুল কুরআন শাখার কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় জেলায় প্রথম হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মতলব বাজারস্থ বাজার শাহী জামে মসজিদ, মাদরাসা ও এতিম খানার পরিচালনা কমিটির আয়োজনে গত ১ অক্টোবর জুম্মা নামাজের পূর্বে মতলব বাজার শাহী জামে মসজিদে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সভায় প্রথম হওয়া মো: সাকিবের হাতে প্রশংসা পত্র ও বিভিন্ন পুরস্কার তুলে দেন মতলব বাজার শাহী জামে মসজিদে খতিব আলহাজ্ব মাওলানা কবির আহমেদ । এ সময় বাজার শাহী মসজিদ, মাদরাসা ও এতিম খানার পরিচালনা কমিটির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শহীদ উল্লাহ মজুদার, হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মনিরুল ইসলামসহ কমিটির সদস্যবৃন্দ ও নামাজে আগত মুসুল্লিরা উপস্থিত ছিলেন।