রাজশাহী মহানগরী মাদক মুক্ত ও চোরাচালান নির্মূল করার লক্ষ্যে পুলিশ কমিশনার নির্দেশে রাজশাহী পুলিশ পরিদর্শক মোঃ রেজাউল হাসান এর নেতৃর্তে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯’২০ ঘটিকায় সময়। বোয়ালিয়া থানাধীন রাণীনগর হাদীর মোড় খাদেমুল ইসলাম জামে মসজিদের সামনে থেকে ৪০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, কাটাখালী থানা এলাকার কাপাশিয়া মৃধাপাড়া মোঃ ইদল ইসলাম এর ছেলে মোঃ সাজেদুল ইসলাম (৩৫) সে টাংগন পশ্চিমপাড়ার বাসিন্দা এবং সাং-টাংগন পূর্বপাড়া, মোঃ নাজি মুদ্দিন @ ঘুতু এর ছেলে মোঃ তুষার আলী (২০) আটককৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।