গত ০৩/১০/২০২০ তারিখ দিবাগত রাত ০২টা ৪৫ মিনিটের সময় কালিগঞ্জ- জীবননগর মহাসড়কের উপর ৬/৭ জন দুষ্কৃতিকারী ডাকাতির প্রস্তুতি গ্রহন করে। ঔ সময় কালিগঞ্জ- জীবননগর মাহাসড়কে মহেশপুর থানার একটি অাভিযানিক দল রাত্রিকালীন টহল ডিউটিতে নিয়োজিত ছিল। আভিযানিক দলটি ডাকাতির প্রস্তুতির বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করে। পুলিশের উপস্থিতি জানতে পেরে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাবার চেষ্টা করলে আভিযানিক দলটি তাদেরকে ধাওয়া করে। রাতের অন্ধকারে প্রায় আধা কিলোমিটার দৌড়ে ডাকাত দলের একজন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। আভিযানিক দলটি ঘটনাস্থল কালিগঞ্জ – জীবনগর মহসড়কের ওপর আড়াআড়িভাবে রাখা দুইটি আলমসাধু ,বেশ কয়েকটি গাছের গুড়ি এবং ঘটনাস্থলে পড়ে থাকা একটি গাছি দা,একটি কাটার সহ অন্যান্য মালামাল উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামি মোঃ আনারুল পিতা-মৃত বদরুদ্দীন, সাং-চিতলা,থানা- আলমডাঙ্গা,জেলাঃ চুয়াডাঙ্গাকে জিজ্ঞাসাবাদে সে জানায় তারা একটি আলমসাধু কোটচাঁদপুর হইতে চুরি করেছে এবং অন্য আলমসাধু টি মহেশপুর থানাধীন কানাইডাঙ্গা গ্রামস্থ তিন রাস্তার মোড়ে মহাসড়কের উপর হইতে অস্ত্রের মুখে ছিনিয়ে নিয়েছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী ডাকাত দলের ৬/৭ জন সদস্য আলমসাধু ২ টি চুরি ও ছিনতাই করে ওই রাত্রে ডাকাতি করার জন্য গাছের গুড়ি,কাটার সহ ডাকাতির কাজে ব্যবহারযোগ্য অন্যান্য মালামাল নিয়ে কালিগঞ্জ- জীবননগর মহাসড়কে অবস্থান গ্রহণ করে। এই ঘটনায় মহেশপুর থানায় একটি ডাকাতির প্রস্তুতি ও একটি ছিনতাইয়ের মামলা এবং কোটচাঁদপুর থানায় একটি চুরির মামলা রুজু করা হয়েছে।