কাশফুল
– শিরিন আফরোজ
সাদা মেঘ ভাসছে দেখ
নীল আকাশে
শরৎ রানী হাসছে দেখ
হাওয়ায় ভেসে ভেসে।
কাশবনেতে দোলছে দেখ
শতশত ফুল
তুলতুলে গা নরম নরম
সাদা কাশফুল।
মনের খুশিতে সবায় দেখ
যাচ্ছে কাশবনে
শরৎ রানীর রূপের বাহার
ছড়িয়েছে যেখানে।
ছয়টি ঋতুর সাজসজ্জা দেখ
একের পরে এক
বারো মাসের ছয় ঋতুতে
সুন্দর বাংলাদেশ ।
কবি ও লেখক পরিচয়-
শিরিন আফরোজ।
লেখিকা।
চট্টগ্রাম, বাংলাদেশ।