“মুজিব বর্ষের শপথ,সড়ক করবে নিরাপদ”এ শ্লোগানকে ধারণ করে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০ উপলক্ষ্যে লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির উদ্যোগে বৃহস্পতিবার(২২অক্টোবর) সকাল সাড়ে দশটায় কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউল চৌধুরী টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগ সদস্য ও ২২নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃখোরশেদ আলম,কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম ফিরোজ মিয়া,মহানগর যুবলীগ সদস্য দুলাল হোসেন অপু।