কুষ্টিয়া পৌর এলাকাধীন লাহিনী মধ্যপাড়া বায়তুন নুর জামে মসজিদে সমাজের দানশীল ব্যক্তিদের সহযোগীতায় ৭০লক্ষ ব্যয়ে নির্মিত ৪তলা বিশিষ্ট মসজিদের পূণঃনিমার্ণ কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সভাপতি খন্দকার রকিবুল ইসলাম রোকনের সভাপতিত্বে প্রধান অতিথি কুষ্টিয়া পৌর প্যানেল মেয়র মতিউর রহমান মজনু ও শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান উপস্থিত থেকে মসজিদের পুনঃ নিমার্ণ কাজের উদ্বোধন করেন। উদ্বোধনীর সময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন বড়বাজারের বিশিষ্ট ইলেকট্রিক ব্যবসায়ী মজিদুল ইসলাম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান ঝন্টু, হাজী আব্দুল হামিদ, হাজী আব্দুল জব্বার, প্রফেসর আব্দুর রাজ্জাক, শাহাদত হোসেন,নুর হোসেন, আক্তার হোসেন,আব্দুস সালাম, সহকারী শিক্ষক মোঃ রিপন আলী, আলফাজ হোসেন, হাফেজ নূরুল ইসলাম রিমন, আশরাফুল ইসলাম পুন্ন, জিয়া, সাইদুল, পান্না, রকিমুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি বলেন অত্র এলাকায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণে সকলের এগিয়ে আসা প্রয়োজন। মহৎ উদ্যোগ গ্রহণ করায় মসজিদ কমিটিকে ধন্যবাদ জানান।