কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদ প্রদর্শনী অনুষ্টিত হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচী/২০২০-২১ এর আওতায় যান্ত্রিক কৃষি জনপ্রিয় করার লক্ষে বোরো ধানের ফলন ২০% বাড়ানো ও উৎপাদন খরচ ২০% কমাতে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
আজ শুক্রবার দুপুরে উপজেলার কাশিপুরের বেষ্টদেব গ্রামে প্রাথমিক পর্যায়ে ৫০ জন কৃষককে কৃষিতে স্বাবলম্বী করে তোলার জন্য প্রতিজনকে তিনবিঘা জমিতে পাইলট প্রোজেক্ট হিসেবে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদফতরের খামারবাড়ী কুড়িগ্রামের উপ-পরিচালক কৃষিবিদ মঞ্জুরুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রশিদ, কৃষক মনিন্দ্র রায় সহ আরো অনেকে বক্তব্য রাখেন।