মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম সোলায়মান দেওয়ানের রুহের মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে উপজেলা আওয়ামী লীগ।শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ভাটেরচর দে.এ.মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।উল্লেখ্য. গত ২৯ সেপ্টেম্বর মধ্যে রাতে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তীব্র শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। গত ১অক্টোবর তার করোনা শনাক্ত হলে সেদিনই অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার সময় তিনি মারা যান।