বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জন্মশতবার্ষিকীতে “মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এই স্লোগানকে সামনে রেখে এলজিইডি যথাযথ মর্যাদার সঙ্গে মুজিব বর্ষ পালন করছে। তারই ধারাবাহিকতায় নিয়মিতভাবে সড়ক রক্ষণাবেক্ষণ সকলকে সম্পৃক্ত এবং উদ্বুদ্ধ করার নিমিত্তে এলজিইডি ১অক্টোবর ২০২০ গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস হিসেবে ঘোষণা করেছেন। এ লক্ষ্যে ৩০শে সেপ্টেম্বর বিকাল ৪টায় মাননীয় মন্ত্রী মহোদয় এর মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন দেশে মোট ৩ লক্ষ ৫৩ হাজার ৩৩৫ কিলোমিটার গ্রামীণ সড়ক তার আওতাধীন আছে। এর মধ্যে প্রায় ১লক্ষ ২৮৫২৮ কিলোমিটার রাস্তা পাকা করা হয়েছে, সড়ক রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত করা হয়েছে দুঃস্থ মহিলা কর্মী এবং সুপারভাইজার। এর প্রেক্ষিতে আজ পহেলা অক্টোবর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলাধীন ময়মনসিংহ থেকে টুক এবং এইচ ডি চারিপারা শিবগঞ্জ সড়কে সকাল ১০টায় কাজের উদ্বোধন করা হয়। এই সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, গফরগাঁও উপজেলার প্রধান প্রকৌশলী জনাব জাকির হোসেন এবং স্থানীয় চেয়ারম্যান জনাব আবুল কাশেম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার জনাব তাজুল ইসলাম বলেন , এটি একটি চমৎকার উদ্যোগ এর মাধ্যমে মানুষ আরো বেশি সরকারের উন্নয়নমূলক কাজের দিকে সম্পৃক্ত হবে। প্রধান প্রকৌশলী জাকির হোসেন বলেন এটি একটি চলমান প্রক্রিয়া মুজিব শতবর্ষ উপলক্ষে বিভিন্ন পাকা রাস্তা যেখানে অল্প অল্প ভাঙ্গা রয়েছে এই প্রকল্পের আওতায় সে গুলোকে মেরামত করা হবে।