গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান ওরফে টিটু শরীফ হত্যা মামলার রায়ে ১৬ জন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত। আজ রবিবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। এছাড়া অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত না হওয়ায় ১৫ জন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- সেন্টু চৌধুরী, পলাশ চৌধুরী, আব্দুল্লাহ চৌধুরী, বক্কার চৌধুরী ওরফে আকুববর, সোহেল চৌধুরী (পলাতক), তুহিন মোল্লা, সবুজ মোল্লা (পলাতক), মাসুদ মোল্লা, রফিকুল মোল্লা, নতুন চৌধুরী ওরফে রমজান, জিহাদ চৌধুরী, শহিদুল শেখ, মশিউর চৌধুরী ওরফে চৌধুরী মশিউর রহমান, অলিউল্লাহ ওরফে বাবু চৌধুরী ও তরিকুল সরদার।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ১ জুলাই বেলা সাড়ে ১২টার দিকে নড়াইল জেলার নড়াগাতি থানার চর সিঙ্গাতী গ্রামের রাস্তা দিয়ে মটর সাইকেলযোগে যাওয়ার সময় আসামিরা পরস্পর যোগসাজসে টিটু শরীফকে কুপিয়ে হত্যা করে। পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছোট ভাই আশিকুজ্জামান বাদী হয়ে ঘটনার দিনই হত্যা মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা নিমাই চন্দ্র মন্ডল ২০১৯ সালের ২৪ জুলাই ৩১ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার চলাকালে আদালত বাদী পক্ষের ৩১ জন ও আসামি পক্ষের ৪ জনের সাক্ষ্য গ্রহণ