চুয়াডাঙ্গা সদর কেদারগঞ্জ সি ,এন্ড, বি পাড়ার উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩ অক্টোবর াসন্ধ্যা সাড়ে ৭ টার সময় আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে মহল্লা ভিত্তিক আলোচনার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা কাজ শুরু করেন ১ নং ওয়ার্ড, কেদারগঞ্জ সি, এন্ড, বি পাড়ার আয়োজনে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত বক্তৃতা গন বলেন আবারও মেয়র নির্বাচিত করার জন্য দলমত নির্বেশেষে গণসমর্থন জানিয়েছেন। বিগত নির্বাচনের ন্যয় আমরা সকল বাধা বিপত্তি উপেক্ষা করে ঐক্যবদ্ধ ভাবে মাঠে কাজ করে বিজয়ের মালা ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র জনাব মোঃ ওবায়দুর রহমান চৌধুরী জিপু, এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সহ-সভাপতি আসাদুল হক বিশ্বাস সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। নির্বাচনী আলোচনা সভায় সভাপতিত্ব করেনঃ জনাব মোঃ নরুল ইসলাম।