সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের প্রবাসীদের সংগঠন জালালপুর ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে ও অর্থায়নে জালালপুর গ্রামের বিভিন্ন সড়ক আলোকিত করতে ২৫টি সৌর ল্যাম্প পোষ্ট স্থাপন করা হয়েছে। জালালপুর ওয়েল ফেয়ার এসোসিয়েশন গঠন পর প্রথম বার উন্নয়ন মূলক কাজ শুরু হয়েছে। সৌর ল্যাম্পপোষ্ট স্থাপন উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জালালপুর গ্রামে এক উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট মুরব্বি তরফিক উল্লার সভাপতিত্বে ও মাওলানা কামাল হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জালালপুর ক্বাসিমুল উলুম মাদ্রাসার মুহতামীম মাওলানা বাহা উদ্দিন, সাবেক মেম্বার তাহির আলী, মাওলানা বেলাল আহমদ, জুনাইদ আহমদ, মাওলানা জাকির আহমদ, শুয়েব আহমদ, সিরাজুল হক, রনি হাসান প্রমুখ। এসময় জালালপুর গ্রামের আব্দুস শহিদ মেম্বার, আতিব উল্লা, ছাদিক উল্লাহ, হাজী মৌর আলী, বাহারাম উল্লা, আবদুছ ছাত্তার, মাশুক মিয়া, মাস্টার আব্দুল হক, মিসির আলি, হাবিজুর রাহমান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জালালপুর ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর সেচ্ছাসেবক বৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত জালালপুর গ্রামের প্রবাসীরা গ্রামের উন্নয়ন মূলক কাজ করতে গঠন করেন জালালপুর ওয়েল ফেয়ার এসোসিয়েশন। ধারাবাহিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক রাকিব আলী বলেন, ওয়েল ফেয়ার এসোসিয়েশন একটি আর্থসামাজিক সেবামূলক সংগঠন, আমাদের কার্যক্রম এগিয়ে নিতে হলে গ্রামের সকল মানুষের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন। সবাইকে সাথে নিয়ে পিছিছে পড়া গ্রামকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে চাই।