মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার যশলং গ্রামের হাজারো বাসিন্দা দীর্ঘ দিন যাবত রাস্তা সংস্কারের অভাবে কাদা মাটির সাথে চরম দূর্ভোগে পথ চলতে হচ্ছে।জানাযায় দীর্ঘ দুই কিলোমিটার বেহাল দশা এই কাচা সরকটির প্রায় সাত বছর ধরে সংস্কারের অভাবে যানবাহন এবং মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পরেছে।বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে সরজমিনে গিয়ে দেখা যায় যশলং গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত মোকলেস দেওয়ানের বাড়ির সামনে থেকে শুরু করে আবু কালাম শেখ এর বাড়ি পর্যন্ত মাটির তৈরী কাচা রাস্তা। কাচা এই সরকটিতে একটুখানি বৃষ্টি হলেই কাঁদা মাটিতে পূর্ণ হয়ে কঠিন ঝুঁকিপূর্ণ হয়ে পরে। এতে খানাখন্দে ভরা রাস্তাটিতে যানবাহন চলাচলতো দূরের কথা পায়ে হেঁটে চলা অসম্ভব হয়ে পরে।এ বছরের বৃষ্টি ও বন্যায় সরকটির প্রায় স্থানে অসংখ্য গর্ত ও মাটি ধ্বসর পড়েছে। এলাকাবাসী এই সরকটিতে ইটের সলিং করে দেওয়ার দাবি জানিয়েছেন।এ ব্যাপারে অটোরিকশা চালক মিনহাজ জানান, এই বৃষ্টিতে গাড়ি নিয়ে চলতে গিয়ে ঝুঁকি পূর্ণ এই রাস্তায় চরম দূর্ভোগের কবলে পরতে হয়েছে। আবু কালাম শেখ জানান, স্কুল কলেজের ছাত্র ছাত্রী এবং চাকুরীজীবি ও ব্যবসায়ীরা প্রতিনিয়ত ভোগন্তির শিকার হচ্ছেন।এ ব্যাপারে যশলং ইউপি চেয়রাম্যান আলমাছ চোকদার জানান, রাস্তাটি সংস্কার করার জন্য দ্রুত ব্যাবস্থা গ্রহন করা হবে