শিবগঞ্জ এলাকায় করোনা সংক্রমনে বিজিএমসি’র সাবেক পরিচালক মোহাম্মদ মজিরুল ইসলামের উদ্যোগে কর্মহীন হয়ে পরা দরিদ্র পরিবারে মাঝে ১৫টি বকনা গরুর বাছুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম এ সব বাছুর নিজহাতে করোনায় কর্মহীন, দরিদ্র পরিবারের মাঝে হস্তান্তর করেন । ২০১৭ সাল থেকে ঠাকুরগাঁও সদর উপজেলার অসহায় মানুষের পাশে থেকে শীতবস্ত্র, এতিম শিক্ষার্থীদের উপবৃত্তি, বকনা গাভীসহ ত্রাণসামগ্রী বিতরণ করে আসছেন বিজিএমসি’র সাবেক পরিচালক মোহাম্মদ মজিরুল ইসলাম। তার এই সহায়তা পেয়ে খুশি অসহায় পরিবার গুলো।
এ সময় ঠাকুরগাঁও চেম্বারের সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ব্যবসায়ী মাহাবুবর আলম প্রমুখ।