বিপুল উৎসাহ ও আনন্দ মুখর পরিবেশে ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের উপনির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দুই ওয়ার্ডেই ফুটবল প্রতীকে অমিতেষ বালা ও তুষার মল্লিক জয়লাভ করেছেন।
জানা গেছে, রঘুনাথপুর ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের দুই সদস্য আকস্মিক মৃত্যু হয়। ফলে নির্বাচন কমিশন ওই দুই ওয়ার্ডে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে। সকল আয়োজন শেষে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ২ নম্বর ওয়ার্ডের ভোট গ্রহন অনুষ্ঠিত হয় কৃষ্ণনগর প্রাথমিক স্কুলে এবং ৩ নম্বর ওয়ার্ডের ভোট হয় দেড়ুলি প্রাথমিক স্কুলে। ২ নম্বর ওয়ার্ডে অমিতেষ বালা মিলন ৮৮১ (ফুটবল) ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মধুসুধন বিশ্বাস মোরগ) প্রতীকে পান ৭৭৩ ভোট এবং অপর প্রার্থী সঞ্জয় মন্ডল (তালা) প্রতীকে পান ২৯৩ ভোট। এবার ৩ নম্বর ওয়ার্ডে তুষার মল্লিক (ফুটবল) প্রতীকে ৫৪০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উত্তম হালদার (মোরগ) প্রতীকে পান ৫২৭ ভোট, অপর প্রার্থী শরিফুল ইসলাম (তালা) প্রতীকে পান ৪০২ ভোট। নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, উভয় কেন্দ্রে বিপুল উৎসাহ ও আনন্দ মুখর পরিবেশে ভোটাররা হাজির হয়ে ভোট দেয় এবং ৮০শতাংশ ভোট সংগ্রহ হয়েছে