ঢাকা থেকে ট্রাকে করে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জে ৩ জনকে চেতনানাশক খাইয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে তাড়াশ উপজেলার মহিষলুটি এলাকায় এ ঘটনা ঘটে। তারা হলেন-তেল ব্যবসায়ী পাবনার চাটমোহর উপজেলার বিলদহ ইউনিয়নের লটাবাড়ি জোড়কান্দি গ্রামের মৃত.দেলোয়ার হোসেনের ছেলে শাকিল আহমেদ (১৯), তার চাচা মো. সোহেল (২০) ও রাজশাহী জেলার তানোর উপজেলার বিল্লি বাজার গ্রামের রানা আহমেদ (২০)।
শাকিল জানান, গাবতলী থেকে একটি ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। ট্রাকের মধ্যে থাকা এক ব্যক্তি আমাদের কোমলপানীয় খেতে দেয়। যমুনা সেতুর কাছাকাছি এসে জ্ঞান হারিয়ে ফেলি। আমার কাছে থাকা ব্যবসার টাকা, মোবাইল ফোন নিয়ে গিয়েছে দুর্বৃত্তরা।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. ফজলে আশিক বলেন, মহাসড়কে থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।