সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সদর ইউনিয়নের কয়েকটি গ্রামে আবাদী জমিতে জলাবদ্ধতা নিরসনে বৃষ্টিতে ভিজে পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মথুরাপুর, মাধপপুর ও চকগুপিনাথপুরসহ ওই এলাকার কৃষি জমির জলাবদ্ধতা নিরসনকল্পে কৃষকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লুনা, তাড়াশ উপজেলা প্রকৌশলী মো. বাবুল মিয়া ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল শেখ প্রমুখ।