সিরাজগঞ্জের তাড়াশে উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামে বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে আব্দুস সামাদ (৬২) নামে এক কৃষক নিহত হয়। এ সময় আকষ্মিকভাবে বেঁচে যায় তার আদরের নাতি মুসফিক (৯)। এ খবর নিশ্চিত করেছেন সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকী।
স্থানীয় সূত্রে জানা যায়, গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে নাতীকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি খালে ঝাঁকি জাল নিয়ে মাছ ধরতে যান কৃষক আব্দুস সামাদ। এ সময় সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান । আর পাশেই মাছের খালই নিয়ে বসে থাকা তার নাতি মুসফিক আকষ্মিকভাবে বেঁচে যায়।