দেবহাটা উপজেলা পরিষদের ছাদ বাগান উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদের ছাদে গড়ে তোলা ফলজ-বনজ ও ফুলেল বাগান উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে “কঞ্জুবন” উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি,এম স্পর্শ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর, সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, সাবেক কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, সাবেক উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ।