নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের নলোবলো গ্রামে নিজ বাড়ি থেকে একটু দূরে মন্দিরের পাশ্ববর্তী একটি আম গাছের নিচে থেকে এক বিধবার মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মৃত বিধবা ওইগ্রামের মৃত দীনেষ চন্দ্র মন্ডলের বিধবা স্ত্রী সুনীতা ওরফে সুনীতা (৬৫)। স্থানীরা ও স্বজনদের সূত্রে জানা যায়, বুধবার(২১অক্টোবর)দুপুরে স্থানীয় একটি আম গাছের নিচে থেকে মৃত দেহটি উদ্ধার করা হয়।
নিহত বিধবা মৃত্যুর পূর্ব পর্যন্ত তার একমাত্র ছেলে সুব্রত মন্ডলের সাথে একই বাড়িতে বসবাস করে আসছিলেন।তার ৪ মেয়ে ও ১ ছেলে । এব্যাপারে নিহত বিধবা সুনীতার নাতনী শ্রীমতি জুই মন্ডল জানান, রাতেও বাড়িতেই ছিলেন কিন্তু আমাদের অজান্তে ভোরের কোন এক সময় বাড়ি থেকে বাহির হোন যা আমরা দেখতে পাইনি। তিনি বলেন প্রায় দিনই বাড়ির সবার আগেই ঘুম থেকে ওঠে ভোর সকালে বাড়ি থেকে বাহিরে বের হতেন। এসময় প্রতিবেশীরা বলেন, সুনীতা দীর্ঘদিন থেকে মানষিক রোগে ভুগছিলেন। খবর পেয়ে স্থানিয় নওহাটামোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই জিয়াউর রহমান জিয়া ঘটনাস্থলে পৌছানোর পরই, বাড়ি থেকে একটু দূরে মন্দিরের পার্শ্ববর্তী আমগাছের নিচে পরিতাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে থাকায় জনমনে প্রশ্ন দেখা দেয়।পরে থানায় খবর দিলে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ও মহাদেবপুর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, মৃতদেহটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, ময়না তদন্তের রির্পোট হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারন জানা যাবে