দিনাজপুরের নবাবগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে তালবীজ রোপন কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে জেলার অন্যান্য উপজেলার সাথে সোমবার সকাল সাড়ে ১০টায় নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যােগে জাতীয় উদ্যানের আশুড়ার বিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঞা এ কর্মসুচীর উদ্বোধন করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার, থানার ওসি(তদন্ত) মোঃ সামছুল আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, ভাইস চেয়ারম্যান মোঃ আঃ রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিঃ মোঃ রেফাউল আজম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। উপজেলায় আড়াই হাজার তাল গাছের চারা রোপন করা হবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।