“মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান” এই প্রতিপাদ্যেকে সামওে রেখে নাটোরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার, ব্যাংকের প্রতিনিধি, টিটিসির অধ্যক্ষ, ইউনিয়ন পরিষদের সচিব এবং সাংবাদিকবৃন্দ। সভায় বক্তারা জনবহুল দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার জন্য গুরুত্বারোপ করেন। পাশাপাশি দক্ষ জনশক্তিকে বিদেশে প্রতিষ্ঠিত গ্রহণ করা প্রয়োজন বলেও উল্লেখ করেন বক্তারা।