নাটোর গুরুদাসপুরে বাল্যবিয়ের দায়ে বরের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের পুরুলিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু রাসেল জানান, গত ১৩ নভেম্বর উপজেলার নাজিরপুর ইউনিয়নের পুরুলিয়া গ্রামের মোঃ তফিজ উদ্দিন ছেলে মোঃ আজিজুল শেখ(১৮) কে বড়াইগ্রাম উপজেলার মোঃ সোহরাব হোসেনের মেয়ে পারকোল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী মোঃ সীমা খাতুন(১৬) এর সাথে বিবাহ দিয়েছে মর্মে তথ্য পাওয়া যায়। মোবাইল কোর্টের অভিযান চালিয়ে পাত্রের পিতা মোঃ তফিজ উদ্দিনকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। একইসাথে ছেলের বয়স ২১ না হওয়া পর্যন্ত ও মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত উভয়ই নিজ নিজ বাবার বাড়িতেই থাকবেন মর্মে মেয়ের পিতার নিকট থেকে মুচলেকা নেওয়া হয়। মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলার কর্মচারীগণকে। জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।