নাটোরে মাদকদ্রব্য সেবনের অপরাধে ১০ জনকে আটক করেছে র্যাব-৫। শনিবার রাতে নাটোর শহরের মল্লিকহাটি এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৫ জানায়, র্যাব-৫ এর একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে শনিবার রাত সাড়ে ৮ টার দিকে নাটোর জেলার সদর থানাধীন মল্লিকহাটি এলাকায় অভিযান পরিচালনা করে ১১ জন মাদকসেবনের অপরাধে আটক করা হয়। আককৃতরা হলেন, মোঃ আঃ আউয়াল (৩৪),মোঃ আমির হোসেন (২৮),মোঃ জালাল উদ্দিন (৩০), মোঃ নুরুল ইসলাম (৪৫), মোঃ রতন মিয়া (২৯), আল মতাকাব্বির (২৫), মোঃ শাহ আলম (২৮), মোঃ চাঁন মিয়া (৩৬), ইমন টুডু (২১), মোঃ শহিদুল ইসলাম (৩১)কে হাতে নাতে আটক করে। এ ঘটনায় নাটোর সদর থানায় মামলা একটি মামলা দায়ের করা হয়েছে।