নীলফামারী র্যাব-১৩, সিপিসি-২ এর অভিযানে ১৯৫পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। শনিবার (০৩ অক্টোবর) বিকালে র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল দিনাজপুর জেলার পার্বতীপুর পৌরসভার ০১নং ওয়ার্ডের গুলপাড়া কবরস্থানের পূর্ব পাশে পার্বতীপুর টু ফুলবাড়ী গামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল সহ মাদক ব্যবসায়ী মোঃ ইয়াছিন আলী (২৩) গ্রেফতার করে। ইয়াছিন আলী ওই এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে।
নীলফামারী র্যাব-১৩, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার আ. ন. ম. ইমরান খান জানান, আসামী ও এলাকার ব্যক্তিবর্গদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে মাদক ব্যবসার সাথে জড়িত। পরবর্তীতে উক্ত আসামীর নামে দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় মাদক মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়।