প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি সফল করার লক্ষে গতকাল শনিবার বিকেল ৫টায় খালিশপুর প্লাটিনাম জুট মিল, ক্রিসেন্ট জুট মিল, খালিশপুর জুট মিল, চিত্রালী ও লিবার্টি এলাকায় প্রচারপত্র বিলি, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম আহ্বায়ক, ভারপ্রাপ্ত সদস্য সচিব ও বাসদ জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, সিপিবি নগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম, মহানগর যুব ইউনিয়নের আহ্বায়ক আফজাল হোসেন রাজু, যুব ইউনিয়ন নেতা হরষিত মন্ডল, মিঠুন মন্ডল, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা আহ্বায়ক কোহিনুর আক্তার কণা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রণ্ট জেলা সভাপতি সনজিত মন্ডল, ছাত্র ফেডারেশন নগর আহ্বায়ক আল আমিন শেখ, গণসংহতি আন্দোলন খালিশপুর থানা আহ্বায়ক আলমগীর হোসেন লিটু, সদস্য সচিব আনোয়ার হোসেন, শ্রমিকনেতা মোঃ নূরুল ইসলাম, মোঃ আবুল হাসেম, রুস্তম আলী মোল্লা, কাজী মাহমুদ মিন্টু প্রমুখ। সভায় আগামী ৫ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও এবং খালিশপুর-আটরা-রাজঘাট শিল্পাঞ্চলে পরিষদের উদ্যোগে বিকেল ৪টায় ভুখা মিছিল কর্মসূচি সফলের লক্ষে সকলকে আহ্বান জানানো হয়।