রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার এলাকা থেকে ৯ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী সিপি এসএসপি মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার একটি চাতালের মধ্যে থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের কে হাতে নাতে গ্রফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, বিটু (৩৮), শান্ত (২৮) , শাহিন (৪২), রাজু (৪০), জুলহাস (৪০), মিজানুর (৩২), ইমরান (৩৫) ও টুটুল (৩৮)। গ্রেফতারকৃতদের মধ্যে পুঠিয়া উপজেলা এলাকার, রাজশাহী মহানগরীর এবং নাটোরের বাসিন্দা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।