স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. আবু বকর ছিদ্দীককে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) এই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতির পর ওই পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা মো. সামছুর রহমান আগামী ২৬ অক্টোবর থেকে অবসরোত্তর ছুটিতে যাবেন।