ডিফেন্ডার ভার্জিল ফন ডাইককে বড় সময়ের জন্যে হারাতে যাচ্ছে লিভারপুল। আশঙ্কা করা হচ্ছে, ডান পায়ের লিগামেন্টে পাওয়া এ চোট পুরো মৌসুমটাই শেষ করে দিতে পারে তার।
গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের মাঠে লিভারপুলের ২-২ ড্র ম্যাচের শুরুতে প্রতিপক্ষ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের করা এক গুরুতর ট্যাকলে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ডাচ এই ডিফেন্ডার।
এরপর গত রবিবার রাতে ক্লাব কর্তৃপক্ষ জানায়, এজন্যে অস্ত্রোপচারের প্রয়োজন হচ্ছে তার। ফন ডাইককে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে, তা অবশ্য জানায়নি ক্লাবটি। তবে ধারণা করা হচ্ছে, সেরে উঠতে ছয় থেকে ৯ মাসের মতো সময় প্রয়োজন তার।