হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙচুরকারী দেশদ্রোহী ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবীতে চট্টগ্রামের বোয়ালখালীতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) বোয়ালখালী উপজেলা শাখা। রোববার (২০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন সম্পূর্ণ হয়।
এতে সভাপতিত্ব করেন, বাশিস বোয়ালখালী শাখার সভাপতি মো.আলী। সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মাহমুদুল হক।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এসএম সেলিম, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, উপজেলা শিক্ষা অফিসার অজান্তা ইসলাম, প্রধান শিক্ষক কামরুল হাসান, তাপস চক্রবর্তী, তাপস ঘোষ, লিটন চৌধুরী, আবদুর রহীম, অরূপ কুমার পাল, কামাল উদ্দিন, দীপক কান্তি চৌধুরী, বাশিস বোয়ালখালী শাখার সাবেক সাধারণ সম্পাদক আমীর হোসেন, নুরুল আনছার হামেদী, রাজু চন্দ্র চৌধুরী, মো.ইব্রাহীম প্রমূখ।