আগের ম্যাচেই পেয়েছেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। আর গতকালই টানা দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি করে ফেললেন। কিন্তু শিখর ধাওয়ানের এই সেঞ্চুরি বিফলে গেছে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৫ উইকেটে হেরে গেছে ধাওয়ানের দিল্লি ক্যাপিটালস।
আগে ব্যাট করে দিল্লি ৫ উইকেটে ১৬৪ রান করতে পারে। ধাওয়ান ৬১ বলে অপরাজিত ১০৬ রান করেন। বাকি কেউ ১৫ রানও করতে পারেননি। মোহাম্মদ শামি ২ উইকেট নেন।
জবাবে পাঞ্জাবের রান মেশিন লোকেশ রাহুল গতকাল ১৫ রানে আউট হয়ে যান। তবে নিকোলাস পুরানের ৫৩ ও গ্লেন ম্যাক্সওয়েলের ৩২ রানে জয়ের পথে থাকে পাঞ্জাব।
সংক্ষিপ্ত স্কোর : দিল্লি ক্যাপিটালস- ২০ ওভারে ১৬৪/৫ (ধাওয়ান ১০৬*; শামি ২/২৮)।
কিংস ইলেভেন পাঞ্জাব : ১৯ ওভারে ১৬৭/৫ (পুরান ৫৩, ম্যাক্সওয়েল ৩২, গেইল ২৯; রাবাদা ২/২৭)। ফল :কিংস ইলেভেন পাঞ্জাব ৫ উইকেটে জয়ী।