মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক মহিলাদের মাঝে মাস্ক উপহার দেওয়ার জন্য সেপ্টেম্বর মাসব্যাপী নির্দেশনা প্রদান করেন। তারই আলোকে তথ্য আপা উপজেলার বিভিন্ন স্থানে মাসব্যাপী এই কার্যক্রম পরিচালনা করেন। মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ডোর টু ডোর সেবা প্রদান করা হয় ৭শ জনকে তৃণমূল পর্যায়ের মহিলাদের এবং তথ্যকেন্দ্রে সেবা গ্রহন করে ২শ নারী। সেবাসমূহ হচ্ছে- মাস্ক পরিধানে সচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে মাস্ক বিতরণ, সোপি ওয়াটার তৈরী করার পদ্ধতি হাতে কলমে শিখানো, বিনামূল্যে বয়স্ক,বিধবা ও মাতৃত্ত্বকালীন ভাতা করনের তথ্য প্রদান, উপজেলার বিভিন্ন দপ্তরের সেবা সমুহের তথ্য প্রদান, ঘরে বসে চাকরির আবেদন করার পদ্ধতি, প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান, তথ্যকেন্দ্রের সেবা সম্পর্কে অবহিতকরন ও লিফলেট বিতরণ। তথ্য আপা তাসলিমা আক্তার জানান, সেপ্টেম্বর মাসব্যাপী গ্রামের তৃনমুল পর্যায়ের মহিলাদেরকে সেবা প্রদান করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক এর নির্দেশে তথ্য অফিসের মাধ্যমে অনলাইন ও তৃনমুলের ঘরে ঘরে গিয়ে হতদরিদ্র মহিলাদেরকে সেবা প্রদান করেছি।