দক্ষিণ উপজেলা অফিসার্স ক্লাবের কর্মকর্তাদের বিদায়-বরণ ও পরিচিতি সভা ৫ অক্টোবর বিকেলে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সভাপতি ফাহমিদা হকের সভাপতিত্বে বিদায় বরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাওসার হিমেল, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খাঁন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) তানভীর হাসানসহ অফিসার্স ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ। করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন ক্লাবের সভা অনুষ্ঠিত হয়নি। ফলে ক্লাবের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়। এরপূর্বে বিদায়ী ও নবাগত কর্মকর্তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।