চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদের উপ- নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী শনিবার(৩ অক্টোবর) বিকাল ৫ টা পর্যন্ত ছিল প্রার্থী প্রত্যাহারের শেষ দিন।
উপজলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,দু’ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে কেউই তাদের প্রার্থীতা প্রত্যাহার করেননি। আজ ৪ অক্টোবর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। প্রতিদ্বন্দ্বী দু’ প্রার্থী অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদে বিএইচএম কবির আহমেদ (প্রতীক – নৌকা) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত চেয়ারম্যান পদে এমএ শুক্কুর পাটওয়ারী (প্রতীক ধানের শীষ) নির্বাচনী আচরনবিধি মেনে এখন থেকে প্রচার- প্রচারনা করতে পারবেন।
এদিকে বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিএইচএম কবির আহমেদের নির্বাচনী প্রতীক নৌকার সমর্থনে নেতাকর্মীরা ব্যাপক আনন্দ উৎসবের মধ্য দিয়ে নৌকার পক্ষে প্রচারণা শুরু করেছে।
তবে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী এমএ শুক্কুর পাটওয়ারী নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে কোন আওয়াজ শোনা যায়নি।
রিটার্ণিং অফিসার মোঃ মোজাম্মেল হোসেন বলেন,আগামী ২০ অক্টোবর এ উপজেলার চেয়ারম্যান পদে উপ- নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলায় ১ টি পৌরসভা ও ৬ টি ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৫৬ জন।তম্মোধ্যে পুরুষ ভোটার ৯৭ হাজার ৩৬৯ জন এবং মহিলা ভোটার ৯০ হাজার ৬৮৭ জন।ভোট কেন্দ্র হচ্ছে ৫৭ টি।