রাজশাহী মতিহার থানা পুলিশের অভিযানে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত বুধবার ২১শে অক্টোবর ২০ইং তারিখ। রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান, মতিহার থানার ওসি সিদ্দিকুর রহমান।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তীতে থানা পুলিশের এসআই মোঃ সাহাবুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই সুকান্ত কুমার পাল, এসআই মোঃ ইমরান হোসেন ও সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গত বুধবার রাতে মতিহার চর-শ্যামপুর এলাকা হইতে ২০৪ বোতল বাংলাদেশে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ মোঃ শাহীন (৩৮) কে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ।
শাহীন মতিহার থানার চর-শ্যামপুর এলাকার গোলাম পাঞ্জাতনের ছেলে। সে এলাকায় র্দীঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
এ বিষয়ে মতিহার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।