মাগুরার মহম্মদপুরে ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তার বাড়িতে দূর্ধষ চুরি ঘটনা ঘটেছে। ঘরের পিছনের জানালা ভেঙ্গে নগদ ৯০ হাজার টাকা, ১৭ ভরি স্বর্ণালংকার, ৯ একর জমির দলিলপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র মালামাল লুট করে নিয়ে গেছে চোরেরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের রোনগর গ্রামে মো: মোতাহার মাস্টারের ব্যাংক কর্মকর্তা মো: আশরাফুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। আশরাফুল আলম ঢাকা কাওরান বাজার শাখা ন্যাশনাল ব্যাংকের সিনিয়র অফিসার।