জনাব তারক বিশ্বাস, অফিসার ইনচার্জ, মহম্মদপুর থানা, মাগুরা এর নের্তৃত্বে মাদক দ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করিয়া এএসআই মোঃ কামরুল হাসান সঙ্গীয় অফিসার ফোর্স সহ ২৮/১১/২০২০ খ্রিঃ তারিখ রাত ২১:১৫ ঘটিকার সময় মহম্মদপুর থানাধীন জাঙ্গালিয়া গ্রামস্থ মুসল্লিপাড়া মোড় হইতে এ্যালেংখালী ফেরীঘাট সড়কে জনৈক ছাইফুল্লাহ আল মামুন, পিতা-মৃত সোনাউল্লা, সাং-জাঙ্গালিয়া, থানা-মহম্মদপুর, জেলা-মাগুরা এর বাড়ীর উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে ৮০ (আশি) পিস ইয়াবা ট্যাবলেট সহ ধৃত আসামী মোঃ রাজিব মোল্যা (২৫), পিতা-মোছাক মোল্যা, গ্রাম-চরবর্নি, থানা-বোয়ালমারী, জেলা-ফরিদপুরকে গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মহম্মদপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।