মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ২নং বিনোদপুর ইউনিয়নে মরহুম হুমায়ূন কবির জাফরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ,সাবেক যুব ও ক্রীয়া প্রতিমন্ত্রী জনাব ড. শ্রী বীরেন শিকদার এমপি মাগুৱা ২, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব এ্যাড ওহিদুৱ রহমান টিপু সাবেক সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ। জনাব তারক বিশ্বাস অফিসাৱ ইনচার্জ মহম্মদপুর থানা। জনাব এ্যাড সাজিদুর ৱহমান সংগ্রাম সাধাৱন সম্পাদক বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগ।জনাব আ:ৱাজ্জাক মন্ডল বীৱ মুক্তিযোদ্ধা কমান্ডার বিনোদপুর ইউনিয়ন । জনাব বাকির বিশ্বাস সদস্য ১ নং ওয়ার্ড বিনোদপুর ইউনিয়ন পরিষদ ।জনাব আ: রাজ্জাক সদস্য বিশ্বাস ২ নং ওয়ার্ড বিনোদপুর ইউনিয়ন পরিষদ। জনাবা কল্পনা রানী বিশ্বাস সংরক্ষিত মহিলা সদস্য বিনোদপুর ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।