মাগুরার শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় অডিটোরিয়ামে ২ দিনব্যাপি উপজেলা লোকমোর্চার সক্ষমতা উন্নয়ন রিফ্রেশার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ২৯ নভেম্বর রবিবার অনুষ্ঠিত হয়েছে। ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ইউকেএইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত দু’দিনব্যাপি এ প্রশিক্ষণে উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিঞা শাহাদত হোসেন, স্বর্ণালী জোয়ারদার রিয়া, সাধারণ সম্পাদক মুসাফির নজরুল, রেসপন্স প্রকল্পের মাগুরা জেলা কো-অর্ডিনেটর ওসমান গনি, শ্রীপুর উপজেলা প্রজেক্ট অফিসার মোঃ আতিকুজ্জামান পান্না, মহম্মদপুর উপজেলা প্রজেক্ট অফিসার মোঃ আরিফুল ইসলামসহ আরো অনেকে।‘অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা শক্তিশালীকরণের মাধ্যমে সরকারি সেবাসমুহের দায়বদ্ধতা প্রকল্পের আওতায় রেসপন্স প্রকল্প শ্রীপুরের ৮ ইউনিয়নের ৭২ টি ওয়ার্ডে কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণে উপজেলা কমিটির সদস্যগণসহ ৮ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশগ্রহণ করেন।