মাগুরায় দুই চিকিৎসকের অপসারণ ও স্বাস্থ্যখাতে দুনীর্তি ও জনগনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাসদ । সোমবার সকাল ১১ টায় শহরের চৌরঙ্গী মোড়ে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মাগুরা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাসদ মাগুরা শাখার সাবেক সভাপতি কামরুজ্জামান চপল, সভাপতি এটিএম মহব্বত আলী, জাসদ মহম্মদপুর শাখার সভাপতি শফিকুল ইসলাম পিকুল,সাধারণ সম্পাদক নাজিম হোসেন,জাসদ মাগুরা শাখার সদস্য বাসারুল হায়দার বাচ্চু প্রমুখ ।মানববন্ধনে বক্তারা বলেন,মাগুরাসহ সারাদেশে স্বাস্থ্য খাতে চলছে ভয়ানক দুনীর্তি । জনগণ আজ প্রয়োজনীয়ও স্বাস্থ্যসেবা না পেয়ে দিশেহারা । তারা জনগনের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান । এাছাড়া জেলায় স্বাস্থ্যখাতে দুনীর্তি, নারী কেলেংকারী কর্মরত মেডিকেল অফিসার ডা: আব্দুস সালাম ও ডা: নন্দ দুলালকে প্রত্যাহার ও তাদের দুনীর্তি তদন্ত করার জন্য স্বাস্থ্য বিভাগের প্রতি আহবান জানানো হয়।