মাগুরার শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব গোলাম মোঃ বাতেন মহোদয়ের সভাপতিত্বে আজ রবিবার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বাস্তবায়ন ও প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেমিনারে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন দিক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্হাপনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান। এছাড়াও সেমিনারে শালিখা উপজেলারস্থ সরকারী বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, নিরাপদ খাদ্য কর্মকর্তা, বিভিন্ন ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।এছাড়া সেমিনার পরবর্তী সময়ে আড়পাড়া বাজারের বিভিন্ন দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রিসহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন, অধিক মূল্যে পণ্য বিক্রয় না করা, স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।