মাস্ক না পড়ায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ৮টি মামলায় ৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) রাত ৯ টায় এসব তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম।
এর আগে সন্ধ্যায় তাঁর নেতৃত্বে শায়েস্তাগঞ্জে পৌরসভার দাউদনগর বাজারে মোবাইল কোর্ট করে স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাস্ক না পড়ায় সংক্রামণ ব্যাধি (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪ (২) ধারা অনুযায়ী ৮টি মামলায় ৪৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া পথচারী, ব্যাবসায়ী, বিভিন্ন যানবাহনের চালকদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলা সম্পর্কে সচেতন করা হয়। অভিযানে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।