মেছতা :- মুখের অন্যতম বিব্রতকর এবং মারাত্নক সমস্যা হলো মেছতা। এই বিচ্ছিরি দাগ যাদের আছে তাদের চিন্তার শেষ নেই।★মুখে মেছতা পড়ার কারন:- মুখে মেছতা বা মেছতার দাগ বিভিন্ন কারণেই পড়তে পারে।এর মধ্যে কিছু কারণ হলো, কোন প্রতিরক্ষা ছাড়া অতিরিক্ত সূর্যের আলোতে যাওয়া,জন্ম নিয়ন্ত্রের পিল খাওয়া, থাইরয়েড সমস্যা, হরমোনের তারতম্য, বংশগত কারণে,অতিরিক্ত চিন্তা, কাজের চাপ, কম ঘুম ইত্যাদি।অনেকেই নানা রকম ক্রিম, লোশন ও স্কিন ট্রিটমেন্ট করে থাকেন এই দাগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য।তবে প্রাকৃতিক উপায়ে মেছতার দাগ দূর করা সময় সাপেক্ষ হলেও কার্যকর। তাই –
আসুন জেনে নেওয়া যাক কিছু ঘরোয়া পদ্ধতি, যা কাজে লাগিয়ে খুব সহজে মুখের কাল দাগ-ছোপ ও মেছতার দাগ মুছে ফেলতে পারবেন★মুখের কাল দাগ-ছোপ বা মেছতার দাগ দূর করতে করনীয় :-
নিয়মিত লেবুর রস মুখে লাগাতে পারেন।গ্লিসারিন সাথে গুঁড়ো দুধ মিশিয়ে ব্যবহার করতে পারেন।অথবা মেছতার জায়গায় লেবুর রসের সঙ্গে সামান্য ভিনেগার ব্যবহার করতে পারেন উপকার পাবেন। কেউ চাইলে এর সঙ্গে অল্প পরিমাণে পানি মিশিয়ে নিতে পারেন।অ্যালোভেরা জেল ও আলুর পেষ্ট তৈরি করে নিয়মিত মুখে লাগাতে পারেন।আলমন্ড অয়েল ও মধু মুখে লাগিয়ে হালকা করে ঘষুন। এর পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। মেছতার দাগ তুলতে উপকার পাবেন।কমলা লেবুর খোসা গুঁড়ো করে তার সঙ্গে অল্প দুধ মিশিয়ে নিয়মিত ব্যবহার করতে পারেন। দ্রুত ফল পাবেন।লেবুর রস, মধু ও কাচা পেঁপে মিশিয়ে প্যাক তৈরি করুন। দাগ কমাতে এটি ব্যবহার করতে পারেন। উপকার পাবেন।