মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীনদের গৃহনির্মাণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গৃহহীনদের ঘর নির্মানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।এ সময় আরো উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াৎ শিপলু,সদর সহকারী কমিশনার (ভূমি) শেখ মেজবাহ উল সাবেরিন,জেলা ত্রাণ কর্মকর্তা মো.আব্দুল কুদ্দুস বুলবুল ও বজ্রযোগিনী ইউনিয়নের চেয়ারম্যান মো. তোতা মিয়া মুন্সী।এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াৎ শিপলু দৈনিক ডোনেট বাংলাদেশ কে জানান,জেলার ৬ টি উপজেলায় ৫৯৯ টি ঘর গৃহহীনদের মাঝে দেয়া হবে৷ এর মধ্যে সদর উপজেলায় ১৩৩ টি। প্রত্যেক ইউনিয়নেই গৃহহীনদের মাঝে ঘর দেয়া হবে।এ দিকে সদর সহকারী কমিশনার (ভূমি) শেখ মেজবাহ উল সাবেরিন বলেন,বজ্রযোগিনী ইউনিয়নের বজ্রযোগিনী গ্রামে ১০ টি ঘর নির্মাণ শুরু হলো বৃহস্পতিবার।জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।